মেহেদির জন্য

মেয়ে তোমার সরাও বাহু দুটি।

বাহু তো আর শিকল নয়, বলেছে তাকে লতা,

এবং লতা বড় নরম,

টানতে গেলে ছিঁড়বে কুটি কুটি।

 

সোহাগ রাখো, নামাও রাঙ্গা মুখ।

মুখ তো নয় অগ্নিগিরি, বলেছে তাকে চাঁদ,

এবং চাঁদে নেই আগুন,

বরফে তার ভরেছে সারা বুক।

 

দেহ তোমার সরাও বিছানায়।

দেহ তো আর পাথর নয়, মাংস আর মেদ,

এবং মাংস মোমের মতো,

একটুখানি তাপেই গলে যায়।